• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: ৪৬ শ্রমিক কারাগারে

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় পুলিশের সঙ্গে পাথর শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় ৪৬ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় চারজনের জামিন মঞ্জুর করা হয়।

রোববার (১৫ মার্চ) জামিন আবেদন করলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার। জামিন আবেদনকারী ৫০ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন।

গত ২৬ জানুয়ারি পাথর উত্তোলনের দাবিতে ভজনপুর এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হলে এক পাথর শ্রমিক নিহত হন। এ ঘটনায় আট পুলিশ ও তিন র‌্যাব সদস্যসহ ৩০ জন আহত হন।

ঘটনার পরদিন ২৭ জানুয়ারি সরকারি কাজে বাধা, পুলিশ ও র‌্যাবের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। পুলিশের এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে ৭৬ জনের নাম উল্লেখ ও চার-পাঁচ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে এ মামলা করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –