• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

''কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০১৯-২০ অর্থবছরের প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কর্মসুচি পালন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান উপস্থিত থেকে কৃষকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সারও বীজ বিতরণ করেন। বিভিন্ন আবাদি গম ৭৬০ জনকে ৫০ কেজি ,ভুট্রা ১০৫০ জনকে ৩২ কেজি, সরিষা ২৭০জনকে ৩১ কেজি, তিল ৩৫০ জনকে ৩১ কেজি, মুগ ২৫০ জনকে ২৫ কেজি, ও চিনাবাদাম ২০জনকে ২৫ কেজি করে প্রত্যেক কৃষককে চাষাবাদের জন্য আলাদা ভাবে প্রয়োজনীয় সার ও বীজ প্রদান করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, জেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু হানিফ. উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।   

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –