• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১  

৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। খাদ্য নিরাপত্তায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার দুপুরে করোতোয়া আদর্শ বিদ্যা নিকেতন মাঠে বেলুন উড়িয়ে মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহায়তায় এই মেলা আয়োজন করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয়ের হল রুমে ৭দিন এই মেলা চলবে। বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুল কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা স্টল দিয়ে দর্শকের সামনে তাদের উদ্ভাবন তুলে ধরছেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক মো: আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেসী, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হাসনুর রশিদ বাবু প্রমুখ। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর আনিসুর রহমান। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –