• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে বেড়েই চলেছে শীতের তীব্রতা, আরও তাপমাত্রা হ্রাসের আশঙ্কা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড় ও হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায় আগামী একমাসের মধ্যে আবারও শীতের তীব্রতা বাড়বে। এদিকে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর থেকে রাত ও সকালে অনেকটা কমে আসছে তাপমাত্রা। 

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার (১৫ ডিসেম্বর) থেকে আগামী বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনেকটা কম থাকবে তাপমাত্রা। এককথায় রাতে শীতের তীব্রতা ও কুয়াশা অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে গত সাত দিনে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি এবং গড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি এবং শনিবার (১৪ ডিসেম্বর) সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –