• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে মাইক্রোবাস ও অস্ত্রসহ তিন ডাকাত আটক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

পঞ্চগড় বোদা উপজেলায় মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আড়াই টার দিকে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন- পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার মাথা ফাঁটা এলাকার মো. সফিকুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম। একই এলাকার আজিজ নগরের  ‍নুরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন এবং শালবাহান ইউপির বোয়ালমারি এলাকার শ্রী বিকাশ বর্মনের ছেলে শ্রী উদয় বর্মন।

বোদা বাজারে মাইক্রোবাস নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়রা তাদের দেখে সন্দেহ হলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিন ডাকাতকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

পুলিশ খবর পেয়ে মাইক্রোবাস ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। 

বোদা মডেল থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, গভীর রাতে বোদা বাজারে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়দের সহযোগীতায় মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –