• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পঞ্চগড়ে ‘মুজিব চিরঞ্জীব’ ম্যুরাল উন্মোচন

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

পঞ্চগড়ে ‘মুজিব চিরঞ্জীব’ ম্যুরাল উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ম্যুরাল উন্মোচন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। পরে মন্ত্রী ম্যুরালের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।

মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের পরিকল্পনা ও বাস্তবায়নে ‘মুজিব চিরঞ্জীব’ ম্যুরালে ভাষা আন্দোলন, ছয় দফাসহ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে। মাঝে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। একদিকে রয়েছে কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ অন্যদিকে কবি সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ স্থান পেয়েছে। এক ঝলকে স্বাধীনতা সংগ্রামের পুরো চিত্র তুলে ধরা হয়েছে এই ম্যুরালে।

এ সময় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা পরিষদ চেযারম্যান আমিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা বার বার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করেছে। অনেক রাজাকারও মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।

পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় শিক্ষা ও সংস্কৃতি ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন। জেলার পাঁচ উপজেলার সাড়ে ৩০০ শিক্ষার্থীকে ক্যাটাগরি অনুযায়ী আড়াই হাজার থেকে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –