• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

পঞ্চগড়ে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে এলএসডির খাদ্যগুদাম চত্বরে এর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের এমপি মো. মজাহারুল হক প্রধান।

ডিসি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, সদর ইউএনও মো. গোলাম রব্বানী, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সদর থানার ওসি মো. খলিলুর রহমান প্রমুখ।

জেলা খাদ্য কর্মকর্তা মো. বাবুল হোসেন জানান, লটারির মাধ্যমে সদর উপজেলার দশটি ইউপির ৩৮ হাজার ৬৫৩ জন কৃষক নির্বাচিত হয়েছে। তাদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে তিন হাজার ৬৩ মেট্রিক টন ধান কেনা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –