• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

পঞ্চগড়ে দুস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে শীতার্তদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। 

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান, বিশেষ অতিথি সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হাসানুর রশিদ বাবু এবং বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ মুজিবুল হক, ইয়ূথ ক্যাডেট রংপুর অঞ্চলের আহবায়ক শাহজান সবুজ উপস্থিত ছিলেন। প্রত্যান্ত গ্রাম অঞ্চলের পাঁচ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। 

উদ্যোক্তরা জানায়, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আ ক ম বাহার উদ্দীন কুমিল্লা-৬ আসনের এমপিসহ বেশ কিছু জেলার সাবেক ইয়ূথ ক্যাডেটরা শীতবস্ত্র বিতরণের জন্য আর্থিক সহযোগিতা করেন। পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা খুব বেশি থাকে এবং এই জেলায় বিরাট একটি অংশ দরিদ্র জনগোষ্ঠী আছে। এজন্য আমরা শীতবস্ত্র বিতরণের জন্য পঞ্চগড় জেলাকে বেছে নিয়েছি। প্রত্যেকটি শীতার্ত ব্যাক্তিকে প্রথমে মাস্ক বিতরণ করা হয়। এরপর স্বাস্থ্য বিধি মেনে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত বৃদ্ধ নারী পুরুষরাও খুশি। শীত বস্ত্র বিতরণে ইয়ূথ ক্যাডেট সহ বিএনসিসি  সদস্যরা সহযোগিতা করে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –