• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে সাপের কামড়ে সাপুরের মৃত্যু

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

পঞ্চগড়ের বোদা উপজেলায় সাপের কামড়ে কালু মিয়া(৪০) নামের এক সাপুরের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার সফিকুলের বাড়িতে এঘটনা ঘটে।

কালু মিয়া পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার রহিম বাদশার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সফিকুলের বসত বাড়িতে বড় সাপ আছে এমন খবর পেয়ে সাপ শিকারে আসেন কালু। সফিকুলের বাড়ি থেকে একটি বিষাক্ত সাপ উদ্ধার করে বস্তাবন্দীও করেন তিনি। বস্তাবন্দী করার সময় অসাবধানতা বশত সাপ তাকে দংশন করে। দংশনের কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। কালু মিয়া সাপ দিয়ে খেলা দেখিয়ে আর ওঝাগিরি করে সংসার চালাতেন।

কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –