• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী বিথী আক্তার (১৩) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগছ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- গলায় ফাঁস দেয়া অবস্থায় আমরা বিথীর লাশ উদ্ধার করি। বিথী ওই এলাকার নূর ইসলামের মেয়ে এবং সে স্থানীয় ভিপি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, বিথীকে সকালে তার পরিবারের লোকজন বাড়িতে একা রেখে বাইরে কাজ করতে যান। পরে কাজ শেষ করে তারা বাড়িতে ফিরে বিথীকে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তার বড় বোন কোহিনুর আক্তার বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়ির ঘরে গলায় ওড়না দিযে ফাঁস দেওয়া অবস্থায় বিথীকে দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে এক পল্লী চিকিৎসককে দেখালে তিনি মৃত বলে ঘোষণা করেন।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –