• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ৯৩ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান।

এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস এর ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়ী সরদারপাড়া নামক এলাকা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল নাঃ সুবেঃ শেখ আমিরুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বেতবাড়ী সরদারপাড়া এলাকায় খড়েরপালার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

মূর্তিটির সিজার মূল্য ধরা হয়েছে ৯৩ লক্ষ ১০ হাজার টাকা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –