• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রাম আদালতে বাড়ছে মানুষের আস্থা

প্রকাশিত: ১ মার্চ ২০১৯  

তেঁতুলিয়ায় গ্রাম আদালতে ছোটখাট বিরোধ নিরসনে দিন দিন আস্থা বাড়ছে । উপজেলার সাতটি ইউনিয়নে সফলভাবে গ্রাম আদালত পরিচালনার সুফল পাচ্ছেন দেশের সীমান্তবর্তী জনপদের মানুষ। ফলে জেলা-উপজেলার আদালতে আগতদের সংখ্যাও কমতে শুরু করেছে।

বিচার পদ্ধতি ভোগান্তি ছাড়া ও সহজ হওয়ায় উকিল মোক্তারের পরিবর্তে জনপ্রতিনিধিদের ওপর আস্থা রাখছে মানুষ। তাই প্রান্তিক মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে গ্রাম আদালত।

বর্তমানে সুবিচার পাওয়ার নিশ্চয়তা পেয়ে গ্রাম আদালতের মাধ্যমেই বিরোধ মেটাচ্ছে প্রান্তিক মানুষ। আস্থাও বাড়ছে দিনদিন। যেখানে আগে গ্রাম আদালতে বিচারযোগ্য বিরোধগুলো প্রায়ই সালিশ কিংবা থানায় নিষ্পত্তি হতো। ২০১৭ সালের এপ্রিল থেকে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রম শুরু করে ইইউ, ইউএনডিপি এবং স্থানীয় সরকার বিভাগ। গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্প গ্রাম আদালত আইন ২০০৬ সংশোধিত ২০১৩ ও বিধিমালা ২০১৬ অনুযায়ী মঙ্গলবার ৭৫ হাজার টাকার একটি মামলা শুনানী করেন সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান।

এ বিষয়ে চেয়ারম্যান কাজী আনিছুর রহমান বলেন, আমরা আলাপ-আলোচনা করে কাগজ দেখে সুষ্ঠু সমাধান দিই। এতে গ্রামের মানুষ উপকৃত হয়। ফৌজদারি মামলাও আমরা গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করতে পারছি। তাছাড়া অল্প খরচে, স্বল্প সময়ে ন্যায় বিচার পাচ্ছে। গ্রাম আদালত কার্যক্রম চালু হওয়ার উদ্দেশ্য অনেকটাই সফল।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব ও সদস্যবৃন্দ এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো.সুমন ও সহকারী লায়লা আখতার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –