• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ের দেবীগঞ্জে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আগুনে দগ্ধ হয়ে রায়হান (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিশু রায়হান পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকার এডভোকেট রাকিবুল তারেকের  ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু রায়হান গত কয়েকদিন আগে তার নানী বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ সদর কলেজ পাড়ায় বেড়াতে যায়। মঙ্গলবার বিকেলে নানী বাড়ির পাশে  রায়হান সহ তিন জন ম্যাচ ও খড় নিয়ে খেলছিল। পরে সবার অজান্তেই এক সময় তারা খড়ে আগুন জ্বালিয়ে ফেলে। এক পর্যায়ে খড়ে দাউদাউ করে আগুন জ্বলতে থাকলে আগুনের ধোঁয়ায় কিছু না দেখতে পেয়ে পালাতে পারেনি সে। আগুনে মধ্যে পড়ে গিয়ে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার আগুনে দগ্ধ হয়ে  শিশু রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –