• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পঞ্চগড়ের দেবীগঞ্জে চলছে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

দীর্ঘ সাত বছর পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনটি শুরু হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম ইসলাম সুজন।

দেবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি আ.স.ম নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। বিশেষ অতিথি হিসাবে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা পারভীন।

ইতোমধ্যে দেবীগঞ্জে ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ৯৯টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –