• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পাঁচ মাসে কর আদায় ২২ হাজার কোটিরও বেশি

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম পাঁচ মাসে ২২ হাজার ২৬৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।একইসঙ্গে উল্লেখযোগ্য হারে বেড়েছে রিটার্ন জমাদানকারীর সংখ্যা। নভেম্বর মাসে আয়কর আদায়ের পরিমাণ ৫ হাজার ২৪৮ কোটি টাকা। এতে রিটার্ন জমা দিয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৬১০ জন করদাতা। এছাড়াও রিটার্ন জমা দিতে সময়ের আবেদন করেছেন আরো ৩ লাখ ১৫ হাজার ১০৫ জন। ফলে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

সোমবার বিকেলে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান। এ সময় সংস্থাটির প্রথম সচিব খন্দকার খুরশীদ কামালসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিয়া উদ্দিন মাহমুদ জানান, ২০১৭ সালের নভেম্বর মাসে আয়কর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিলো ৪ হাজার ১৩৫ কোটি টাকা। ২০১৮ সালের একই সময়ে তা বেড়ে হয়েছে ৫ হাজার ২৪৮ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে আয়কর আদায়ের প্রবৃদ্ধি ২৭ শতাংশ।

তিনি আরো জানান, গেল বছরে আয়কর দিবস পর্যন্ত কর আদায়ের পরিমাণ ছিলো ১৯ হাজার ৮১০ কোটি টাকা। আর চলতি বছরের কর দিবস পর্যন্ত তা হয়েছে ২২ হাজার ২৬৪ কোটি টাকা। ফলে এখানেও বছর ব্যবধানে আয়কর আদায়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে ২০১৭ সালের কর দিবস পর্যন্ত রিটার্ন দাখিলের সংখ্যা ছিলো ১৪ লাখ ৭৮ হাজার ৪৩৪। ওই বছর সময়ের আবেদন করেছিলেন ৩ লাখ ৫৬ হাজার ৭৫৬ জন করদাতা। সবমিলিয়ে রিটার্ন দাখিলের সংখ্যা ছিলো ১৮ লাখ ৩৫ হাজার ১৯০টি। আর ২০১৮ সালের করদিবস পর্যন্ত রির্টান দাখিল করেছেন ১৬ লাখ ৯১ হাজার ৬১০ জন। রিটার্ন দিতে সময়ের আবেদন করেছেন আরো ৩ লাখ ১৫ হাজার ১০৫ জন। ফলে চলতি বছরে রির্টান দাখিলের সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৭১৫টি হতে পারে বলে জানিয়েছে এনবিআর।

“বর্তমানে ই-টিআইএন ধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ১৫ হাজার ৫০৪ জনে। ফলে ২০২১ সাল নাগাদ আমরা ৫০ লাখ করদাতার প্রত্যাশা করছি”, যোগ করেন জিয়া উদ্দিন মাহমুদ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –