• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পাকিস্তান আমাদের পেছন থেকে ছুরি মেরেছে- মোদী

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

ভারতের বন্ধুত্বের আহ্বানের বিপরীতে পাকিস্তান পেছন থেকে ছুরি মেরেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার দেশটির রেডিওতে সম্প্রচারিত ‘মন কি বাত’ অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবসের ২১তম বার্ষিকীতে নিহত সেনাদের কথা স্মরণকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

তিনি বলেন, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা করেছিলো। পাকিস্তান ভারতীয় মাটি দখলের চেষ্টা করার সাহস দেখিয়েছে। তবে আমাদের বীর সেনারা তার যোগ্য জবাব দিয়েছে। তাদের আত্মত্যাগে দেশের সার্বভৌমত্ব অটুট রয়েছে। ওইসব সেনাদের সাহস আমাদের অনুপ্রেরণা জোগায়।

মোদি বলেন, ওই সময়ে ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতি করার জন্য চেষ্টা করছিলো। তবে যেমনটি কথায় বলা হয় যে, দুষ্টদের স্বভাবই হচ্ছে বিনা কারণে সকলের সঙ্গে লড়াই করা। এই প্রকৃতির লোকেরা সেসব মানুষেরও ক্ষতি করার চেষ্টা চালায় যারা তার ভালো করার চেষ্টা করে। সে কারণেই ভারতের পক্ষ থেকে সম্পর্কের উন্নতি করার প্রচেষ্টা সত্ত্বেও পাকিস্তান ভারতকে পেছন থেকে ছুরি মেরেছে।

ভারতের সশস্ত্র বাহিনীর সাহসের জন্য তাদের ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, কার্গিল যুদ্ধে ভারত প্রচুর শক্তি প্রদর্শন করেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –