• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পাবনায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে পাবনা চেম্বারের উদ্যোগ

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

পাবনা শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে। পাবনা শহরের সোনাপট্রি, বেনিয়াপট্রি, পাবনা কলেজ রোড, রূপকথা রোডে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ফলে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রতিদিন প্রচন্ড যানজট হচ্ছে। এ ছাড়া রাস্তা গুলি খুড়াখুড়ির কারণে মানুষ চলাচলে কষ্ট পাচ্ছে। এ ছাড়া প্রধান সড়কে দোকানের সামনে অস্থায়ী দোকান ও ফুটপাতে দোকান বসানোর কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে।

এ সব সমস্যা সমাধাণে পাবনা চেম্বার সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় গঠিত ‘জনসচেতনতা বিষয়ক’ উপ-কমিটির সভা গতকাল সোমবার দুপুরে পাবনা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জনসচেতনতা বিষয়ক উপ-কমিটির আহবায়ক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রামানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পাবনা চেম্বারের সহসভাপতি মো. ফোরকান রেজা বাদশা বিশ্বাস, চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক মো. মাসুদুর রহমান মিন্টু, পরিচালক মো: জাহিদ হোসেন জামিম, পরিচালক মো: ফরিদুল ইসলাম ফরিদ ও চেম্বার সচিব আ: রাজ্জাক প্রমূখ। সভায় শহরের বিভিন্ন রাস্তায় যানজটমুক্ত, অবৈধ্য ফুটপাতে দোকান বসানো বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া শহরের মধ্যে মাইকিং এবং লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –