• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পার্বত্য ৩ জেলায় রেল সংযোগের পরিকল্পনা আছে- রেলমন্ত্রী

প্রকাশিত: ২৪ জুন ২০২০  

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের তিন পার্বত্য জেলায় আগামীতে রেল সংযোগ দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) এক লিখিত প্রশ্নে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের জনগণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা দিতে বাংলাদেশ রেলওয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনকালে দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার নির্দেশ দেন। এ লক্ষ্যে দেশের তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। 

রেলওয়ের মহাপরিকল্পনায় ২৩০টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত আছে । প্রকল্পসমূহ ৬ টি পর্যায়ে (জুলাই ২০১৬ হতে জুন ২০৪৫ পর্যন্ত) বাস্তবায়ন করা হবে। উক্ত মহাপরিকল্পনার ৪র্থ পর্যায়ে (২০৩১-২০৩৫) দেশের তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –