• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পিএসজির হয়ে মাঠে নামতে তর সইছে না- মেসি

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১  

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যোগদান করেছেন ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিন শ কোটি টাকা বেতনে ২ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে তর সইছে না মেসির।

পিএসজির সঙ্গে চুক্তি সম্পাদনের পর মঙ্গলবার মেসি বলেন, ‘ক্লাবের লক্ষ্য এবং আমার লক্ষ্য একই। আমি জানি এখানে কত প্রতিভাবান খেলোয়াড় এবং স্টাফরা আছে। আমি তাদের সঙ্গে মিলে ক্লাব এবং ভক্তদের জন্য দুর্দান্ত কিছু করতে চাই। পার্ক দি প্রিন্সের মাঠে (পিএসজির স্টেডিয়াম) নামার জন্য তর সইছে না আমার।’

এ সময় কথা বলেছেন পিএসজির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নাসের আল খেলাইফিও। মেসি নতুন গন্তব্য হিসেবে পিএসজিকে বেছে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলাইফি। মেসির নৈপূন্যে পিএসজি আরো সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –