• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জ্যোতিষ চন্দ্র রায় আহবায়ক ও নারায়ন চন্দ্র রায়কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আবায়ক কমিটি গঠন করা হয়।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সদস্য বিকাশ রায়, সুশান্ত রায়, বিনয় কুমার রায়, উত্তম কুমার মহন্ত, দীপংকর রায়, উদয় কুমার রায়, ডাঃ দিপেন্দ্র নাথ রায়, নন্দন কুমার দাস, গোবিন্দ চন্দ্র রায়, দুলাল চন্দ্র রায়, বিরেন্দ্র নাথ রায়, ঋষিকেষ রায়, লংকেশ্বর রায়, সনাতন রায়, জয়সিং রায়, রুপালী রায়, গীতা রায়, জ্যোতিশ চন্দ্র রায় ও দয়াল চন্দ্র রায়। জেলা কমিটির সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এর স্বাক্ষরিত আহবায়ক কমিটি কেন্দ্রীয় কমিটিকে প্রেরণ করা হয়।

উল্লেখ্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিবন্দর উপজেলা শাখা চিবুক মন্দিরে উপজেলা কাউন্সিল অধিবেষনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের অন্যতম সদস্য সুনীল চক্রবর্তী। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –