• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০  

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মঙ্গলবার রাতে ভায়োদলিদের বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে এক ক্লাবের হয়ে ৬৪৪ গোলের রেকর্ড করেন মেসি, ছাড়িয়ে গেলেন ব্রাজিলীয় ক্লাব সান্তোসের হয়ে পেলের করা ৬৪৩ গোলের রেকডর্কে।

১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। অন্যদিকে মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন বার্সাতেই। ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোলটি করেছিলেন মেসি। এরপর বাকিটা তো ইতিহাসই!

মঙ্গলবার রাতে ভায়োদলিদের মাঠ থেকে ৩-০ গোলের সহজ জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। এ ম্যাচে গোল করেছেন ক্লেমেন্ত লংলে ও মার্টিন ব্রাথওয়েটও। 

এ জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় পঞ্চম অবস্থান ধরে রেখেছে বার্সা। ১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট রয়েছে মেসিদের। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদের।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –