• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন পবিপ্রবির সাত শিক্ষার্থী

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৮। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে।
 
তারা হলেন কৃষি অনুষদের শিক্ষার্থী হাবিবা জান্নাত মীম (সিজিপিএ-৩.৯৯), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান (সিজিপিএ-৩.৬৫), বিবিএ অনুষদের শিক্ষার্থী মোঃ আল-ইমরান (সিজিপিএ-৩.৬৮৪),  এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী শম্পা রানী (সিজিপিএ-৩.৮০৯), মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী প্রান্ত সাহা (সিজিপিএ-৩.৮৮৮), দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী শ্রাবণী সরকার (সিজিপিএ-৩.৮৭৮) এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থী শারমিন আক্তার (সিজিপিএ-৩.৯৩৪)।
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণপদকে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাতজন শিক্ষার্থীর নাম রয়েছে। 
এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী। ২০১৮ সালে প্রকাশিত ফলাফলের উপর ভিত্তি করে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –