• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবকিছুতে সম্ভাবনার নতুন কলি ফুটবে’

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনসহ সবকিছুতে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে। শুক্রবার তার সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে। এতে দেশের জন্য আরো নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলবে যা দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে।

তিনি আরো বলেন, নতুন বছরে করোনাজনিত নানা খাতে সংকট কাটিয়ে বাংলাদেশ সম্ভাবনার নবদিগন্তে এগিয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে।

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আশা করছি, বৈশ্বিক মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে করোনামুক্তির মাধ্যমে নবজীবনের রূপ ফিরে পাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –