• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

প্রাক বড়দিন উদযাপিত

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বংশীধর চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম বিডি-২৪২ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রার্থনা, বাইবেল পাঠ, শুভযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাক বড় দিন উদযাপন করা হয়। বংশীধর চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম বিডি-২৪২ কমিটির এলসিসি সদস্য, পাস্টার মিঃ কামিনী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রাক বড় দিনের তাৎপর্য নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মরিয়ম খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচপীর ইউ’পি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির প্রধান, বাংলাদেশ গসপেল ব্যাপ্সিষ্ট চার্চ এর সহ পরিচালক এলভিন বাউল। স্বাগত বক্তব্য রাখেন বংশীধর চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম বিডি-২৪২এর প্রকল্প ব্যবস্থাপক ধনেশ্বর রায়। আলোচনা শেষে পুরস্কার বিতরণ এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –