• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ফিলিপাইনে লকডাউন না মানায় খাঁচাবন্দি মানুষ!

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ ও রাজ্য লকডাউন রাখা হয়েছে। এরসঙ্গে বিভিন্ন জায়গায় শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। কারণ অনেকেই লকডাউন ভেঙে রাস্তায় বেরোচ্ছেন।

এরইমধ্যে লকডাউন না মানায় ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে লোকজনকে আটক করে খাঁচায় বন্দি করে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছে বেশ কিছু মানবাধিকার সংস্থা। তাদের দাবি, ফিলিপাইনে লকডাউন না মানার কারণে যুবকদের আটকিয়ে রোদে বসিয়ে রেখে শাস্তি দেয়া হচ্ছে।

এ বিষয়ে সরকারের সমালোচনা করে ফিলিপাইনের লেগুনা প্রদেশের মেয়র এডগার স্যান লুইস একটি ফেসবুক পোস্টে লেখেন, জরুরি অবস্থার দোহাই দিয়ে মানবাধিকার লংঘন করা ঠিক হচ্ছে না।

এছাড়াও লকডাউন মানা না হলে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

ফিলিপাইনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ ৩৩ জন। মারা গেছেন ১০৭ জন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –