• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফেব্রুয়ারিতে টাইগারদের নিউজিল্যান্ড সফর

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে অনেক ক্রিকেট সিরিজ। বাংলাদেশেরও বেশ কিছু সিরিজ এই মহামারির কারণে পিছিয়েছে। এর মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে তাসমান সাগরপাড়ের দেশে সিরিজ খেলতে যাবে টাইগাররা। 

মঙ্গলবার সংবাদমাধ্যকে এই তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হয়েছে। কিছুদিন আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা জানিয়েছে তার মধ্যে আমাদেরও একটা ট্যুর রয়েছে। এটা আগামী বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।’

নিউজিল্যান্ড সিরিজ ছাড়া বাংলাদেশের আরো কিছু সিরিজ করোনার কারণে স্থগিত হয়েছে। শিগগিরই বাকি বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে সেসব সিরিজ আয়োজন করার ব্যাপারে আশাবাদী বিসিবি।

এ ব্যাপারে বিসিবি সিইও বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এখন পর্যন্ত চারটা সিরিজ স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজগুলোর বাইরে একটি টেস্ট বাকি ছিল, পাকিস্তানের সঙ্গে। যেহেতু মাত্র একটি টেস্টের ব্যাপার সেক্ষেত্রে আমাদের অল্প সময়ের একটা উইন্ডো দরকার হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে আমরা এটা ঠিক করব আশা রাখি। বাকিগুলোও সময় বুঝে আয়োজন করা হবে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –