• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফের ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ দেখার অপেক্ষা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

কোপা আমেরিকার পরবর্তী আসর বসবে যুক্তরাষ্ট্রে- এমন ঘোষণা গত জানুয়ারিতেই এসেছিল। এছাড়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজকও তারা। পরপর দুটি মেগা ইভেন্টের আগে নিজেদের মাটিতে কয়েকটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ হিসেবেও যেনতেন কেউ নয়, থাকছে খোদ লাতিন দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

জানা গেছে, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে যে কোনো সময়ে লাতিন পরাশক্তিদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

যুক্তরাষ্ট্রে আবারও ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। এমন খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। 

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ কাতার বিশ্বকাপেও সোনালি ট্রফি লিওনেল মেসিদের ঘরে যায়। অন্যদিকে, লাতিন হেভিওয়েট দল ব্রাজিলের সবশেষ বিশ্বকাপটা ভুলে যাবার মতো হলেও আসন্ন কোপায় অন্যতম ফেবারিট তারা। 

আবার যুক্তরাষ্ট্রেও ফুটবলে নবজাগরণ চলছে। মরুর দেশের বিশ্বকাপে শেষ ষোলোতে খেলেছে তারা। এবার আবারও বড় পরিকল্পনা নিয়ে নামছে দেশটি। আর তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চায় তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –