• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ২০২১- টানা জয় বাংলাদেশের

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১  

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।  সোমবার রাতে জাতীয় ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ ৩২-২৯ পয়েন্টে কেনিয়াকে হারায়। নেপাল না আসায় ফিকশ্চারে পরিবর্তন আসে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে। ফলে কেনিয়ার সঙ্গে বাংলাদেশকে লড়তে হয় ম্যাটে।

খেলার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’দলের মধ্যে। প্রথম দিকে ০-২ পয়েন্টে পিছিয়েও পড়ে স্বাগতিকরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াতে থাকে লাল সবুজের দল। রেইডে পয়েন্ট আসতে থাকে, কেনিয়ার ক্যাচারদেরও আটকে রাখতে থাকে তুহিন তরফদার বাহিনী। ফলে প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১৩-১১ পয়েন্টে এগিয়ে ছিল কেনিয়ার সঙ্গে।

দ্বিতীয়ার্ধেও অভিজ্ঞতার দরুণ এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে খেলার শেষ দিকে পয়েন্টের ব্যবধানে ফের পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৫-২৫, ২৬-২৬ পয়েন্টেও সমান থাকে। 

শেষ পর্যন্ত সব শংকা দূর করে জয় নিয়ে ম্যাট ছাড়ে লাল সবুজরা। নির্দেশনা ছাড়াই ম্যাটে ঢুকে পড়ায় লাভেহিয়েন ওগোটাকে গ্রীন কার্ড দেখিয়ে সতর্ক করে দেন রেফারি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের  আরদুজ্জামান মুন্সি। এর আগে অন্য ম্যাচে শ্রীলংকা ৪৫-১৬ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পায়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –