• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বঙ্গবন্ধুকে ডক্টরেট ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব ল’স ডিগ্রি দেয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার দুপুরে ৫২তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কথা জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আমাদের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধুকে (মরণোত্তর) ডক্টর অব ল’স ডিগ্রি দেয়া হবে। এটা মুজিববর্ষ পালন কর্মসূচিতে আছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। সে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়েও নেয়া হয়েছে একাধিক বৃহৎ পরিকল্পনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –