• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: সুরে সুরে শ্রদ্ধা শিল্পীদের

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মবার্ষিকীতে সুরে সুরে শ্রদ্ধা জানালেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পীরা। গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’। এই গানটিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর কালজয়ী ভাষণ থেকে সোনার বাংলা তৈরী হওয়ার গল্পই বলা হয়েছে। 

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। নাভেদ পারভেজ’র সুরে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, রবি চৌধুরী, তামান্না প্রমি, স্বপ্নীল সজীব, প্রতিক হাসান ও ঝিলিক।

সৌমিত্র ঘোষ ইমন’র পরিচালনায় নির্মিত এই গানের মিউজিক ভিডিওতে নৃত্য পরিবেশনায় সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনা করেছেন নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু।

গানটির সঙ্গে সংস্লিষ্ট সুত্রে জানা গেছে, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ গানের ভিডিওটি মুজিব বর্ষের প্রথম দিন থেকেই জাতীয় গনমাধ্যম ও ইউটিউবে সম্প্রচারিত হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –