• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতজুড়ে গণকারফিউ জারি করায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (২২ মার্চ) সকাল থেকে বন্দরটি দিয়ে বন্ধ রয়েছে কার্যক্রম। তবে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়োশনের সভাপতি মেহদী হাসান খান বাবলা জানান, ভারতের প্রধানমন্ত্রী গণকারফিউ জারি করায় সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে সোমবার (২৩ মার্চ) থেকে পুনরায় চালু হওয়ায় কথা রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –