• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বার্নসের লড়াইয়ের পরও কিউইদের বড় লিড

প্রকাশিত: ৬ জুন ২০২১  

লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিউইদের ৩৭৮ রানের জবাবে ইংলিশরা করেছে ২৭৫ রান। ইংল্যান্ডের রোরি বার্নস একাই করেছেন ১৩২ রান।

প্রথম দুইদিন মাঠে খেলা গড়ালেও বৃষ্টির কারণে তৃতীয় দিনে একটি বলও গড়ায়নি। লর্ডসে শুক্রবার সারাদিনই বৃষ্টি হয়েছে। ২ উইকেটে ১১১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা ইংল্যান্ড গুটিয়ে যায় ২৭৫ রানে। বার্নস ছাড়াও রান পেয়েছেন জো রুট ও ওলে রবিনসন। দুজনই ৪২ রান করে করেন।

১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। দিন শেষে ২ উইকেটে ৬২ রান দাঁড়ায় তাদের স্কোর। ভেডন কনওয়ে ২৩ ও অধিনায়ক উইলিয়ামসন ১ রানে সাজঘরে ফিরে গেছেন। টম ল্যাথাম ৩০ ও নেল ওয়াগনার ২ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে কিউইদের লিড ১৬৫, হাতে আছে আরো ৮ উইকেট। শেষ দিনে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করতে চাইবে উইলিয়ামসনের দল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –