• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বাল্যবিয়ে: রংপুরে কাজির কারাদণ্ড

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

 

রংপুরে আইন লঙ্ঘন করে বারবার বাল্যবিয়ে দিয়ে যাচ্ছিলেন তাজুল ইসলাম (নিকাহ রেজিস্টার) নামের এক কাজি। বৃহস্পতিবার বাল্যবিয়ে পড়ানোর দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।

তিনি জানান, তাজুল ইসলামের বাড়ি কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামে। তার বিরুদ্ধে গোপনে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ রয়েছে।

তাজুল ইসলাম যেন বাল্যবিয়ে না পড়ান সে বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়। তারপরেও সম্প্রতি বেশ কয়েকটি বাল্যবিয়ে পড়িয়েছেন তিনি। এ কারণে বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয় বলেও জানান উলফৎ আরা বেগম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –