• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বাহরাইনে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই নিয়ে বাহরাইনে বিক্ষোভ করছে দেশটির জনগণ। টানা ষষ্ঠ দিনের মতো দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বাহরাইনের লুলু স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও রাজধানী মানামাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকালে তাদের হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস কামনা করে লেখা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন ছিলো। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দেয় তারা। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের ছোট-বড় বিভিন্ন আকারের পতাকাও দেখা যায়।

বাহরাইনের টানা এই বিক্ষোভ থেকে বোঝা যাচ্ছে যে, ছোট এই আরব রাষ্ট্রের রাজতান্ত্রিক সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করলেও জনমত ভিন্ন দিকে রয়েছে। বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে বলেও জানিয়েছে বিক্ষোভকারীরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –