• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বাড়িতে বসে ঈদ উদযাপন করার আহ্বান সাকিব-মুশফিকের

প্রকাশিত: ২৫ মে ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার ঘরে থেকেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে হচ্ছে সবাইকে। এভাবেই ঈদ পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। বাড়িতে বসেই এবারের ঈদ উদযাপন করার আহ্বান জানালেন তারা। 

অলরাউন্ডার সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুকে ঈদ শুভেচ্ছার এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’ 

ঈদের নতুন পাঞ্জাবি পরা ছবি পোস্ট করে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম লেখেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভালো সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –