• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিএনপি প্রার্থীর কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকেই আজাদের কুশপুত্তলিকা দাহ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলা শহরের পিলখানা মার্কেট এলাকায় আজাদের কুশপুত্তলিকা দাহ শেষে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা।
 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীরা ফরহাদ হোসেন আজাদের পরিবর্তে সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার হোসেনের স্ত্রী নাদিরা আকতার অথবা জাগপা প্রার্থী ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে মনোনয়ন দেয়ার দাবি জানান। দাবি মানা না হলে গণপদত্যাগের হুমকি দেন নেতাকর্মীরা।

এ সময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকার বলেন, বিএনপির ঘোষিত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ জনসমর্থনহীন। তাকে মনোনয়ন দেয়া হলে এ আসনে নিশ্চিত পরাজয় হবে। সাধারণ সম্পাদক হাসমত আলী ফরহাদ হোসেন আজাদের প্রার্থিতা পরিবর্তন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে দেবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি তাসরিফুল ইসলাম তমু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ প্রধান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামমান সুমনসহ উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়-২ আসনে বিএনপি থেকে চারজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। সর্বশেষ আমরা সবাই একমত হয়েছিলাম, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয় তাকেই মেনে নেব। যারা সংবাদ সম্মেলন করছেন তারাও একমত ছিলেন। অল্প সময়ের মধ্যে এসব দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –