• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৮’। উদ্বোধনী দিনে দুটি ম্যাচে নৌবাহিনী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জয়।
 

1.ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

রোববার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ক’গ্রুপের ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী (৩-২ সেটে) বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে। ‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (৩-০ সেটে) বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে।

দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) কর্নেল (অব:) মীর মোতাহার হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও যুগ্ম-সম্পাদক অ্যাডঃ ফজলে রাব্বী বাবুলসহ অন্যান্যরা।

2.ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

আগামীকাল সোমবার সকাল ৯টায় ক গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ।‘খ’গ্রুপের ম্যাচে সকাল ১১টায় লড়বে তিতাস ক্লাব ও বিকেএসপি। দুপুর ২টায় মুখোমুখি হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ বিমানবাহিনী। আর বিকেল ৪টায় লড়বে বাংলাদেশ আনসার ও বিকেএসপি।এবারের এই প্রতিযোগিতায় ৯টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ট্রফি, মেডেল ও ২০ হাজার, রানার্স-আপ দল ট্রফি, মেডেল ও ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারী দল ১০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার বেস্ট অ্যাটাকার, বেস্ট সেটার, বেস্ট ব্লকার ও বেস্ট লিবারোকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

এই প্রতিযোগিতা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –