• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা থেকে বাদ পড়ল রেমডেসিভির

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

করোনাভাইরাস সংক্রমণে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে বারবার রেমডেসিভিরের নাম উঠছিল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ওষুধ নিয়ে বারবার আশার কথা শুনিয়েছেন।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) তাদের নিজস্ব গবেষণার রিপোর্টে দাবি করেছে, ওষুধ প্রস্তুতকারী সংস্থা গিলিয়াডের ওই ওষুধে কোনো কাজ হচ্ছে না। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা-তালিকা থেকেই ওষুধটির ব্যবহার সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে পাঁচ কোটি ৮৪ লাখ ৯১ হাজার একশ ৮২ জন এবং মারা গেছে ১৩ লাখ ৮৬ হাজার তিনশ ৯৩ জন। 

তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরাস জানিয়েছেন, সম্ভাব্য ভ্যাকসিনগুলোই একমাত্র ‘আশার আলো’ দেখাচ্ছে। সে সঙ্গে এ-ও মনে করিয়ে দিয়েছেন, ভ্যাকসিন চলে এলে, তা সকলের কাছে পৌঁছে দেওয়া অবশ্য কর্তব্য।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –