• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিশ্বে বর্তমানে মোট করোনা রোগীর এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০  

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৯৭ লাখ ২৯ হাজার একশ ২৭ জন এবং মারা গেছে ১৭ লাখ ৪৯ হাজার তিনশ ৪০ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৯১ লাখ ১১ হাজার তিনশ ২৬ জন এবং মারা গেছে তিন লাখ ৩৭ হাজার ৬৬ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে পাঁচ কোটি ৬১ লাখ ২৬ হাজার আটশ ৪৩ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৮ লাখ ৫২ হাজার নয়শ ৪৪ জন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সুস্থ হয়ে গেছে এক কোটি ১২ লাখ ১৯ হাজার একশ ২৩ জন। বর্তমানে সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে ৭৫ লাখ ৫৫ হাজার একশ ৩৭ জন। সেই হিসেবে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ বর্তমান করোনা রোগী যুক্তরাষ্ট্রেই রয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর হার তিন শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে ওঠার হার একই।

সারাবিশ্বে এখন গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ছয় হাজার দু'শ ৫০ জন। কেবল যুক্তরাষ্ট্রে সেই সংখ্যা  ২৮ হাজার সাতশ ৭৫ জন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –