• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বীরগঞ্জে যুব উন্নয়ন ক্লাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর!

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পশ্চিম কালাপুকুর কৃষ্ণপুর গ্রামের একতা যুব উন্নয়ন ক্লাবের অফিসে ভাংচুর এবং অফিসে টাঙ্গানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলেছে হামলাকারীরা।

ক্লাবটির সভাপতি মোঃ আক্তারুল ইসলাম জানান, স্থানীয় অনুদান নিয়ে ক্লাব ঘরটি সংস্কারের কাজ চলছিল। কিন্তু ক্লাবের জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সকাল ১০টায় দিকে একই এলাকার মৃত বজির উদ্দিনের ছেলে মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় মোজাম্মেলের ছেলে রাসেল, রায়হান ও রাহেনা ক্লাব ঘরের বেড়া দেশীয় অস্ত্র দা, কুড়াল ও বাসিলা দিয়ে কুপিয়ে ভাংচুর করে এবং তালা ভেঙে ভেতরে ঢুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ছবি ছিঁড়ে ফেলে এবং আসবাবপত্র ভেঙে তছনছ করে। এবং তাদের হামলায় বাঁধা দেওয়ায় ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সহ কয়েকজন আহত হলে কবিরাজহাটে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনার পরে বীরগঞ্জ থানার এএসআই শহিদুল ইসলামের এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করে এবং এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –