• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বীরগঞ্জে হিন্দু পরিবারের শশ্মানঘাট ভূমিদস্যু বিল্লুর দখলে

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জ ভূমি অফিস সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা, নন্দাইগাঁও ও মদাতী গ্রামের হিন্দু পরিবারের পার্শ্ববর্তী হাড়িপুকুর শশ্মানঘাটে দীর্ঘ ৪০ বছর ধরে সমাধি করে আসছিল। কিন্তু একই এলাকার মৃত ডা. কাশেম আলীর ছেলে আলহাজ্ব কাউসার আলী বিল্লু হিন্দু পরিবারের লোকজন কে ভয়ভীতি দেখিয়ে জবর দখল করে উক্ত শশ্মানঘাটে মাছ চাষ করছেন। এ ব্যাপারে গ্রামের ধনঞ্জয় বর্মন শত শত মানুষের স্বাক্ষর নিয়ে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযোগ দায়ের করেন।

সোমবার সরেজমিনে গেলে সাংবাদিকদের চিলা বর্মনের ছেলে ধোলা বর্মন বলেন, ২০০৭ সালে আমার মায়ের সৎ কার্য করার জন্য উক্ত শ্মশান ঘাটে গেলে ভূমিদস্যু কাওসার আলী বিল্লুর বাঁধা প্রদান করে জমি জবর দখল করে পুকুর খনন পূর্বক মাছ চাষ করছেন। বিলন্দ বর্মন, শ্রী হরে বর্মন, রতন, সুজন রায়, পলাশ একই অভিযোগ করেন। পলাশবাড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বয়ক গৌতম চন্দ্র রায় জানান, উক্ত শশ্মান ঘাটের জমিতে ভূমি দস্যু বিল্লুর রাতের আধারে দল বল নিয়ে দখল করে মৎস্য চাষ করে আসছেন। এতে করে এলাকার ৭ হাজার হিন্দু সম্প্রদায়ের লেক জন নিরুপায় হয়ে পড়েছেন। তারা বর্ষা মৌসুমে নদী ভরাট হলে সমাধি কার্য করতে চরম সমাস্যার সম্মুখীন হচ্ছেন।

এ ব্যাপারে ডা. আলহাজ্ব কাউসার আলী বিল্লুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মরহুম পিতা ১৯৬৭ সালে জমিদারের কাছে কবলা মূল্যে সূত্রে ক্রয় করেন। কিন্তু হিন্দু সম্প্রাদায়ের শশ্মানঘাট না থাকায় আমাদের জমিতে সমাধি করতেন। আমার পিতার পৈতৃক সম্পত্তি হিসাবে আমি দাবি করতেই পারি। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অফিসার কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি জমির বৈধ কাগজ লাগে আর এজন্য আমরা সঠিক ভাবে তদন্ত করে দেখছি। বিষয়টি চলমান রয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –