• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বেরোবিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি ২ ও ৩ ডিসেম্বর

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের যাচাই-বাছাই ও ভর্তি প্রক্রিয়া আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) ও মঙ্গলবার (৩ ডিসেম্বর) সম্পন্ন হবে।  ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের নির্ধারিত বিভাগে দু’দিনের যেকোন একদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত হবে। পর্যন্ত ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের কর্মকর্তা আরিফুল আসলাম।

যাচাই-বাছাই ও ভর্তির সময়  যেসব কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে :

১। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং মূল সাটিফিকেট/প্রভিশনাল
সার্টিফিকেট/ প্রশংসাপত্র।
২। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট-এর ফটোকপি (প্রতিটির ৩ কপি করে)।
৩। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৪। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির অনুরূপ)।
৫। ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
৬। অনলাইনে পূরণকৃত চয়েস ফরম এর প্রিন্টকপি (রঙিন)।

এছাড়া প্রত্যেক ভর্তিচ্ছুকে নির্ধারিত একাডেমিক ভবনগুলোর সামনে রক্তদাতাদের সংগঠন ‌‌‌‘বাঁধনে’র বুথে নিজের রক্তের গ্রুপ নির্ণয় করে
টোকেন ভর্তির সময় সাবমিট করতে।

বিভিন্ন ইউনিটে যে মেরিট পজিশন পর্যন্ত ভর্তি হতে পারবে:

‘এ’ ইউনিট: ১ম শিফট: (বিজ্ঞান -২৭টি আসন) ভর্তি হতে পারবে (১-৩৩ মেরিট পজিশন পর্যন্ত, ২য় শিফট: (বিজ্ঞান -২৮টি আসন) ভর্তি হতে পারবে (১-৩৪ মেরিট পজিশন পর্যন্ত, ৩য় শিফট: (বাণিজ্য -১৫টি আসন) ভর্তি হতে পারবে (১-১৫ মেরিট পজিশন পর্যন্ত)  (মানবিক -৬২টি আসন) ভর্তি হতে পারবে (১-৬৭ মেরিট পজিশন পর্যন্ত), ৪র্থ শিফট: (মানবিক-৬৩টি আসন) ভর্তি হতে পারবে (১-৬৬ মেরিট পজিশন পর্যন্ত)।

‘বি’ ইউনিট: ১ম শিফট (বিজ্ঞান-৭৬টি আসন) ভর্তি হতে পারবে (১-৯০ মেরিট পজিশন পর্যন্ত), ২য় শিফট: (বিজ্ঞান -৬১টি আসন) ভর্তি হতে পারবে (১- ৬৯ মেরিট পজিশন পর্যন্ত) (বাণিজ্য- ৬১টি আসন) ভর্তি হতে পারবে (১-৬৫ মেরিট পজিশন পর্যন্ত), ৩য় শিফট- (মানবিক -৮৯টি আসন) ভর্তি হতে পারবে (১-৯৫ মেরিট পজিশন পর্যন্ত) ৪র্থ শিফট: (মানবিক -৮৮টি আসন) ভর্তি হতে পারবে (১-৯৫ মেরিট পজিশন পর্যন্ত)।

‘সি’ ইউনিট: ১ম শিফট (বিজ্ঞান ও মানবিক -৬০টি আসন) ভর্তি হতে পারবে ( বিজ্ঞান ১-৬৪ ও মানবিক ১-৬২ মেরিট পজিশন পর্যন্ত), ২য় শিফট: (বাণিজ্য-১৮৫টি আসন) ভর্তি হতে পারবে (১-২০২ মেরিট পজিশন পর্যন্ত)।

‘ডি’ ইউনিট: ১ম শিফট: (বিজ্ঞান -১৪০টি আসন) ভর্তি হতে পারবে (১-১৮৮ মেরিট পজিশন পর্যন্ত), ২য় শিফট- (বিজ্ঞান -১৪০টি আসন) ভর্তি হতে পারবে (১- ১৭২ মেরিট পজিশন পর্যন্ত)।

‘ই’ ইউনিট: ৩য় শিফট (বিজ্ঞান -৪৯টি আসন) ভর্তি হতে পারবে (১- ৫৪ মেরিট পজিশন পর্যন্ত), ৪র্থ শিফট: (বিজ্ঞান -৫১টি আসন) ভর্তি হতে পারবে (১- ৫৪ মেরিট পজিশন পর্যন্ত)।

‘এফ’ ইউনিট: তয় শিফট (বিজ্ঞান- ৮০টি আসন) ভর্তি হতে পারবে ( ১- ১০০ মেরিট পজিশন পর্যন্ত) ৪র্থ শিফট: (বাণিজ্য ও মানবিক- ৪০টি আসন) ভর্তি হতে পারবে (বাণিজ্য ১-২৫ ও মানবিক ১-৪৩ মেরিট পজিশন পর্যন্ত)।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –