• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বেরোবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি টগর, সম্পাদক ধনেশ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বৃহৎ ধর্মচক্র সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ধনঞ্জয় কুমার টগর ও সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ধনেশ চন্দ্র বর্মন।

বিদ্যার দেবী সরস্বতী পূজা-১৪২৬ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভাবে পূজা অর্চনা করে। পূজা শেষে নবীন শিক্ষার্থীদের বরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রভাষক ও এসভিএস উপদেষ্টা রামপ্রসাদ বর্মন।

কমিটির অন্যান্য সদস্য হলেন— সহসভাপতি রীতা দেব শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু কুমার রায়, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায় জিতু, দপ্তর সম্পাদক প্রীতম কুমার, কোষাধক্ষ দীপক চন্দ্র বর্মন, প্রচার সম্পাদক সাগর চন্দ্র রায়, সহপ্রচার সম্পাদক কমলাঞ্জন কেষ্টা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক শিশির দত্ত মিঠুন, সদ্য সাবেক সভাপতি প্রবীর সিংহ ও সাধারণ সম্পাদক সুজন রায় আকাশ।

নতুন সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, সুস্থ ধর্মচর্চার মাধ্যমে এগিয়ে যাবে সনাতন বিদ্যার্থী সংগঠন, এই প্রত্যাশা আমাদের সবার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –