• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেশি মূল্য লিখে সয়াবিন তেল বিক্রি করায় ডিলারকে জরিমানা

প্রকাশিত: ২ মার্চ ২০২২  

নীলফামারীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় সানাউল ইসলাম (সানু) নামের এক তেলের ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুরে জেলা শহরের দুহুলী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে নীলফামারীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক শামসুল আলম এই অভিযান পরিচালনা করেন। এসময় নীলফামারী থানা পুলিশ ও জেলা মার্কেটিং কর্মকর্তা এরশাদ আলম তার সঙ্গে ছিলেন।

উপ-সহকারী পরিচালক শাসমুল আলম জানান, রূপসা সয়াবিন তেল কোম্পানির পরিবেশক সানাউল ইসলাম সানু। গোপন সংবাদ ছিল তিনি তার গোডাউনে রাখা সয়াবিন তেলের ১ লিটার বোতলের গায়ে নির্ধারিত মূল্য মুছে দিয়ে অতিরিক্ত মূল্য ও মেয়াদের তারিখ পরিবর্তন করে দিচ্ছেন। অভিযান পরিচালনা করে এ ঘটনার সত্যতা মেলে। পরে তাকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ওই ডিলারকে সতর্ক করে দেওয়া হয় বলেও জানান অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –