• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বোদায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০  

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমিতা রানী (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক বিলাস চন্দ্র রায়(৩৫) ও শিশু সন্তান সুজিত রায়(৪) গুরুতর আহত হয়েছে। 

সোমবার রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভীমপুকুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমিতা রানী উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের বিলাস চন্দ্র রায়ের স্ত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিলাস ময়দানদিঘী থেকে মটরসাইকেল যোগে বোদায় একটি বেসরকারি ক্লিনিকে তার এক আত্মীয়কে দেখতে যাওয়ার উদ্দেশ্য রওনা হলে বিপরীত দিক থেকে আসা পঞ্চগড়গামী একটি ট্রাক মোটর সাইকেলটির মুখোমুখি হলে মোটরসাইকেল সবাই ট্রাকের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমিতাকে মৃত ঘোষণা করেন। আহত মোটর সাইকেল চালক বিলাসের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তবে শিশু সন্তান সুজিতের অবস্থা কিছুটা ভালো থাকায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ট্রাক চালক ও ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –