• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বোদায় বাদাম চাষে কৃষকের মুখে হাসির ঝিলিক

প্রকাশিত: ১৭ মে ২০২২  

পঞ্চগড়ের বোদায় উপজেলায় চলতি খড়িপ ও রবি মৌসুমে অন্যান্য ফসলের পাশাপাশি বাদাম চাষের দিকে কৃষকরা ঝুঁকে পড়ছে। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষকরা এই ফসল চাষের দিকে ঝুঁকছে। 

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি খড়িপ ও রবি মৌসুমে বোরো ধানের পাশাপাশি বাদাম চাষ সবুজের ডানা মেলেছে। ভালো বাজার দর পেলে মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই আশা কৃষকের। 

বোদা উপজেলার প্রায় সব কয়েকটি ইউনিয়নে কমবেশী বাদাম চাষ হচ্ছে। বাদাম চাষী নুরনবী জানান, এবার তিনি দুই একর জমিতে বাদাম চাষ করেছেন।  বাদামের ক্ষেতগুলো ফলে ভরে উঠেছে। আর এক মাসের মধ্যে বাদাম উত্তোলন শুরু হবে।  

উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, মাঠ পর্যায়ে চাষিদের বাদাম চাষের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে চলতি খড়িপ ও রবি মৌসুমে গঠন মূলক পরামর্শ দেওয়া হচ্ছে। দাম ভাল পাওয়ায় কৃষকরা দিনদিন বাদাম চাষের দিকে মনোযোগী হচ্ছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –