• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বোদায় বৌমার কোলে কেন্দ্রে এসে ভোট দিলেন বৃদ্ধা সাহেরা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

বোদায় বৌমার কোলে কেন্দ্রে এসে ভোট দিলেন বৃদ্ধা সাহেরা                    
ভোট দেওয়ার জন্য বৃদ্ধা শাশুড়ি সাহেরা বেগমকে কোলে করে কেন্দ্রে নিয়ে এসেছেন বৌমা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেলো এমনটি।

আজ পঞ্চগড়ের বোদা পৌরসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে। বয়সের ভারে ন্যুব্জ সাহেরা বেগমের বয়স ৭৪ বছর। হাঁটতে পারেন না। তবে নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা আছে। ছেলের স্ত্রী অর্থাৎ বৌমা শাশুড়ির সেই ইচ্ছা পূরণে ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে নিয়ে আসেন সাহেরা বেগমকে।

বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটেরে পাশে কথা হয় সাহেরা বেগমের বৌমার সাথে। নাম প্রকাশ না করে তিনি বলেন, ভোট দিলাম। ভোট মানুষের স্বাধীন অধিকার। ভোট মানে হলো ভালো নেতা নির্বাচন করা। আমি নিজে ভোট দিয়েছি, আমার শাশুড়ি মাকেও নিয়ে এসেছি ভোট দেওয়ার জন্য। সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমি খুব খুশি।

বোদা পৌরসভায় দ্বিতীয়বারের মতো পৌরসভা নির্বাচন হচ্ছে। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –