• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ব্রিটিশ রাষ্ট্রদূতের কুশপুত্তলিকা দাহ করেছে ইরানিরা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

চলতি মাসের শুরুতে ভুলবশত ইরানি ক্ষেপণাস্ত্রে একটি ইউক্রেনের বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় তেহরানের ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকিয়ার। ওই বিক্ষোভে উস্কানি দেয়া ও ইরানের আইনকে অসম্মানিত করার অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেছেন ইরানি বিক্ষোভকারীরা।

মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয়ে বৃটিশ পতাকাসহ ওই রাষ্ট্রদূতের অবয়বে একটি কার্ডবোর্ড কেটে সেটি পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত শনিবার ইরানে সরকার বিরোধী বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে তাকে তিন ঘণ্টা আটক করে রেখেছিলেন দেশটির কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে’ বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য।

এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, সুস্পষ্ট কারণ ও ব্যাখ্যা ছাড়া তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে গ্রেফতার করা হয়েছে, এতে সংশয়াতীতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে।

যদিও এই কূটনীতিক বলছেন,  রব ম্যাকিয়ার এমন একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যেটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে করা হয়েছিল বলে প্রচার করা হয়েছে। এতে তিনি মাত্র পাঁচ মিনিট উপস্থিত ছিলেন। ওই বিমান দুর্ঘটনায় চার ব্রিটিশ নাগরিকও নিহত হয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –