• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ভারতে যাতায়াত আরো বেশি সহজ হবেঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

প্রতিবেশি দেশ ভারতে যাতায়াত আগামীতে আরো বেশি সহজ হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি।সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) ড. আদার্স সাইকারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

মন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারত ভিসা সেন্টার চালু করেছে। সম্প্রতি দেশের আরো ছয়টি এলাকায় ভিসা সেন্টার করেছে তারা। বর্তমানে দেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে। এতে বাংলাদেশিদের জন্য আগামীতে ভারতীয় ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরো সহজ হচ্ছে। এতে দুদেশের সম্পর্ক জোরদারসহ যাতায়াতের সব বাধা দূর হচ্ছে।

এসময় উভয়ের মধ্যকার আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে তিনি জানান, নীলফামারির চিলাহাটি স্থলবন্দর সীমান্তে প্রবেশ সহজ করার বিষয়ে আমরা কথা বলেছি। এরই মধ্যে তারা তাদের অংশে ট্রেন চলাচলের জন্য রেল লাইন নির্মাণ করে বর্ডার পর্যন্ত চলে এসেছে। এখন আমাদের প্রান্তে কিছু কাজ বাকি আছে। আশা করছি, ওই স্থলবন্দরটা চালু হলে আমাদের এ অঞ্চলে ব্যবসা বাড়বে। এই সুবিধা কিভাবে পাওয়া যায়, তা নিয়েও আমরা আলোচনা করেছি।

টিপু মুনশি আরো জানান, আগামী দিনে আমরা আরো সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করতে চাই। এক্ষেত্রে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছি, আপনার যে কাজই করবেন, তা সময় বেঁধে দিয়ে করবেন।

বাণিজ্যমন্ত্রী জানান, আমাদের একটা রিকুয়েস্ট (অনুরোধ) ছিল, তা হল ভিসা প্রক্রিয়া সংক্রান্ত। আপাতত ভারত আকাশপথে ভিসার সঙ্গে দুটি করে বর্ডারের ভিসা দিচ্ছে। আমাদের পক্ষ থেকে অনুরোধ করেছি, আপনারা সবগুলো উন্মুক্ত করে দেন। আমাদের লোকজন যার যখন, যে দিক দিয়ে সুবিধা, সেদিক দিয়ে যেন যেতে পারে। এ প্রেক্ষিতে তারা বলেছেন, আমাদের সিস্টেমে কিছু সমস্যা আছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। খুব অল্প সময়ের মধ্যে সেটাও হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –