• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ভারতের যত লজ্জার রেকর্ড

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০  

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত যে এমন লজ্জার দিন পার করবে তা হয়ত খোদ দলটির ক্রিকেটাররাও ভাবতে পারেননি। মাত্র ৩৬ রানে অল আউট হয়ে অজিদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির দল। একই সঙ্গে লজ্জার অনেক রেকর্ডে নাম লিখিয়েছে তারা। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গেছে ভারত। এটা দেশটির টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড। এর আগে টিম ইন্ডিয়ার সব থেকে কম রানের টেস্ট ইনিংস ছিল ৪২ রানের। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ৪২ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ভারতের সব চেয়ে কম রানের ইনিংস। ১৯৪৭ সালে ব্রিসবেনে তারা অল আউট হয়েছিল ৫৮ রানে। ভেন্যু হিসেবে অ্যাডিলেডে এটাই এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় ইনিংস। এর আগে এই মাঠে সব থেকে কম রানের ইনিংস ছিল ৮২।

ডে নাইট টেস্টের ইতিহাসে ভারতের ৩৬ রানই সর্বনিম্ন দলীয় ইনিংস। এছাড়া অ্যাডিলেডে অজি বোলারদের তোপে ভারতের ১১ জন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ক্রিকেট ইতিহাসে যা দেখা গেল মাত্র দ্বিতীয়বার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –